ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নরসিংদীতে ঢাকা- সিলেট হাইওয়ে মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 28, 2020 - 8:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 145 বার

হারুনুর রশিদ, বিশেষ প্রতিনিধি : নরসিংদীর বেলাবতে ঢাকা-সিলেট মহাসড়কের দরিকান্দি নাম স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ঘটনা ঘটেছে। 

আজ ২৮ ডিসেম্বর সোমবার ভোর আনুমানিক ৫ ঘটিকার সময় বেলাব উপজেলার দরিকান্দি ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ১৬৪১৬৬ সিমেন্ট বুঝাই ট্রাক, সিলেট থেকে ছেড়ে আসা পাথর বুঝাই ঢাকা মেট্রো ২২৪৬৯০ আনুমানিক ভোর ৫ ঘটিকায় মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে মহাসড়কেই উল্টে যায়। ঘটনা স্থলেই সিমেন্ট বুঝাই ট্রাকের সহকারী সাইফুল ইসলাম নিহত হয়। নিহতের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার জহিরুল ইসলামের ছেলে। বাকিদের আহত অবস্থায় স্হানীয় এলাকা বাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় ভৈরব বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন।

স্হানীয় এলাকা বাসী জানান,ভোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পর ছোটে এসে আহতদের উদ্ধার করার চেষ্টা করি ফায়ার সার্ভিসের কর্মীরাও সর্বাত্মক চেষ্টায় আহতদের ভৈরব হাসপাতালে প্ররন করেন ।

ভৈরব হাইওয়ে থানার এ এস আই আঃ গাফফার বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে এসে আহতদের উদ্ধার করে ভৈরব হাসপাতালে প্রেরণ করি। সাইফুল ২৩ নামে একজনের লাশ উদ্ধার করি । আনুমানিক ভোর ৫ ঘটিকায় মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। নিহতের স্বজনদের আবদারে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে । ”(সম্পাদকের বার্তা: এই প্রতিবেদনটি করেছেন প্রতিবেদক হারুনুর রশিদ ।এই অঞ্চলের অন্যায়,অনিয়ম অথবা সামাজিক কাজের তথ্য দিতে এই নম্বরে যোগাযোগ করতে পারেন(০১৯১২৫২৭০৫১/০১৭১৭৭৩৭২৬৬