রাজশাহী কাটাখালী পৌরসভায় আ’লীগ প্রার্থী আব্বাস মেয়র নির্বাচিত
লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহী পবা উপজেলার কাটাখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত মেয়রপ্রার্থী আব্বাস আলী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় বাবের মতো মেয়র নির্বাচিত হয়ে কাটাখালী পৌরসভার ইতিহাসে তিনি রেকর্ড গড়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি ১৬১৬৫ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের অধ্যাপক মাজিদুর রহমান জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৫৬ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৩ ভোট।
স্বতন্ত্র মেয়র প্রার্থী মাসুদ মোবাইল প্রতিক নিয়ে পেয়েছেন ৭২ ভোট। অন্য দিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী আবু-শামা নারিকেল গাছ প্রতিক নিয়ে পেয়েছেন ৪৭ ভোট।
প্রথম ধাপে সোমবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে কাটাখালী পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে ৯টি কেন্দ্রে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।
কাটাখালী পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২৫ হাজার। রাজশাহীর কাটাখালী পৌরসভা ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ।