ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

উখিয়ায় বিজিবির অভিযানে এক লাখ বিশ হাজার ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 28, 2020 - 11:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 117 বার

মোঃ শহিদ, উখিয়া : কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বাগান পাড়া ফিশারি ঘাট নামক এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে রেজু আমতলীর বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ ২০ পিস ইয়াবাসহ চার রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়েছে।

সোমবার ভোরে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।

আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে উখিয়া থানার ওসি আহম্মদ সনজুর মোরশেদ জানিয়েছেন।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন কোটি ষাট লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

আটককৃতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুরুল বশরের ছেলে মো. সৈয়দ (৩৭), একই ক্যাম্পের মৃত জাহিদ হোসেনের ছেলে এনায়েতুর রহমান (২১), মৃত শামসুল আলমের ছেলে নুর আলম (৩০) ও মৃত সুলতান আহমদের ছেলে মো. জুবায়ের (২০)।

বিজিবি সূত্রে জানা যায়, উখিয়ার রেজু আমতলী ক্যাম্পের সদস্যরা উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাগান পাড়া ফিশারি ঘাট নামক এলাকায় অবস্থান নেন।

এ সময় কিছু সংখ্যক মাদককারবারী এলাকা দিয়ে যাচ্ছিলেন। বিজিবি সদস্যদের কাছে তাদের গতিবিধি সন্দেহজনক হলে তাদের তল্লাশি করেন। এ সময় লুঙ্গিতে মুড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে,ইয়াবা গুলো ডেইল পাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোরশেদ আলমের ভাই রুপু আলমের।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আল আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।