ময়মনসিংহে ব্যপকভাবে গনতন্ত্রের বিজয় দিবস পালন করবে জেলা আ’লীগ
আরিফ রববানী ময়মনসিংহ : ময়মনসিংহে ব্যপকভাবে ও ঝাক-জমক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে গনতন্ত্র বিজয় দিবস পালন করবে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। দিবস টি উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে ৩০ ডিসেম্বর বিকাল ৩টায় টাউনহল ময়দানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।
এতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো: জহিরুল হক খোকা। আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
গনতন্ত্র বিজয় দিবসের অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সম্মানিত সকল সদস্য, নেতাকর্মী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক জননেতা অ্যাডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল আহবান জানিয়েছেন। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ ।
করোনা মহামারির কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে বলে জানিয়েছেন দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দ্বীন ফখরুল।