কাজিপুর পৌরসভার মেয়র আওয়ামীলীগের প্রার্থী বিনাপ্রতিদ্বন্দিতায় আব্দুল হান্নান বিজয়ী
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃকোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সোমবার দুপুরে কাজিপুর পৌর মেয়র হিসেবে এক প্রার্থী হিসেবে বিজয়ী হতে চলেছেন আব্দুল হান্নান তালুকদার। নির্যাতিত ছাত্রনেতা ও কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নৌকার প্রার্থীর জয় এখন শুধামাত্র ঘোষণার অপেক্ষা।
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২৮ ডিসেম্বর (সোমবার) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন পৌর নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
তিনি জানান, “স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুস সালাম ও বিএনপি দলীয় মেয়র প্রার্থী আল- আমিন বেলা বারোটায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জানিয়ে লিখিত আবেদন করেন। আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থীই নির্বাচিত হতে চলেছেন।” উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামি ১৬ জানুয়ারি কাজিপুর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।