ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঠাকুরগাঁওয়ে যৌতুকবিহীন ১৪ জোড়া যুবক-যুবতীর বিয়ে সম্পন্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 29, 2020 - 11:44 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 133 বার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে একই দিনে ১৪ জোড়া যুবক-যুবতীর যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। ঠাকুরগাঁও জেলার রুহিয়া ক্যাথলিক চার্চে ১৪ জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে খ্রিস্টীয় রীতিনীতি অনুসারে এই বিয়ে হয়। রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মযাজক ফাদার অন্তনী সেন তাদের বিয়ে দেন। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করা হয়।

নব দম্পতিরা হলেন, ঠাকুরগাও সদর উপজেলার লুকাশ দাস এবং আটোয়ারী উপজেলার আখি আগ্নেশ দাস, ঠাকুরগাঁও সদর উপজেলার মাইকেল ফিলিপ রায় এবং একই উপজেলার স্বপ্না লেট্রিশিয়া দাস, আটোয়ারী উপজেলার সুজন পোল দাস এবং একই উপজেলার স্মৃতি দাস। ঠাকুরগাঁও সদর উপজেলার সন্তোষ দাস এবং একই উপজেলার পাপড়ি অগাস্টিন। রুহিয়া থানার মধুপুর গ্রামের রাফায়েল দাস এবং আটোয়ারী উপজেলার কলি বোজলিন দাস। আটোয়ারী উপজেলার মিখায়েল আষারু এবং একই উপজেলার বনা যাচিন্তা দাস। ঠাকুরগাঁও সদর উপজেলার জীবন মাইকেল দাস এবং আটোয়ারী উপজেলার ইতি দাস। ঠাকুরগাঁও সদর উপজেলার রাফায়েল দাস এবং আটোয়ারী উপজেলার লিপি দাস। আটোয়ারী উপজেলার গাব্রিয়েল কৈলাস দাস ঠাকুরগাঁও জেলার জনতা যোসপিনা। ঠাকুরগাঁও সদর উপজেলার স্বপন দাস এবং আটোয়ারী উপজেলার রুমি দাস। আটোয়ারী উপজেলার প্রফুল্ল দাস এবং পঞ্চগড় জেলার রনিতা দাস। বরিশাল জেলার সুমন মন্ডল এবং আটোয়ারী উপজেলা পূর্ণিমা দাস। ঠাকুরগাঁও সদর উপজেলার মানুয়েল দাস এবং একই উপজেলা শিউলি দাস। আটোয়ারী উপজেলার সুজন জেমস দাস ও বালিয়াডাঙ্গী উপজেলার শম্পা যাচিন্তা দাস।

এ ব্যাপারে রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মযাজক ফাদার অন্তনী সেন বলেন, সোমবার ১৪ জোড়া সম্পন্ন করা হয়। খ্রিস্টান সম্প্রদায়ের এসব বিয়ে যৌতুকবিহীন। কন্যা প্রাত্রস্থ করতে গিয়ে কোনো অভিভাবককে যৌতুকের দায় বহন করতে হয় না। প্রত্যেকের আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে বিয়ে সম্পন্ন হয়।