শার্শায় ফ্রী খাবার বাড়িতে জেলা প্রশাসক তমিজুল ইসলাম
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ”লাগলে নিয়ে যান,থাকলে দিয়ে যান “এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে যশোরের শার্শায় এতিম শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল, মাস্ক ও খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন ফ্রী খাবার বাড়িতে দুস্থ,এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল,খাবার ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান,বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি সভাপতি আব্দুর রহিম, তরুণ বিশিষ্ঠ ব্যবসায়ী আলমগীর হোসেন,সমাজ সেবক উজ্জ্বল হোসেন,বাদল নার্সারির পরিচালক বাদল হোসেন,গদখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফয়েজ উদ্দিন,মিডিয়কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।পরে দিলু মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।