ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:২০ অপরাহ্ন

ময়মনসিংহে বাজারে অভিযান, ২০হাজার টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 29, 2020 - 7:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 110 বার

আরিফ রববানী, ময়মনসিংহ : বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ও ময়মনসিংহ জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিকার আইনে বাজার তদারকি কার্যক্রম অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।

২৯শে ডিসেম্বর মঙ্গলবার ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিঃ দাঃ) মোঃ শাহ আলম এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার সদর উপজেলার কাচিঝুলি মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে আমদানিকারকের সীলবিহীন প্রসাধনী বিক্রয়, মেয়াদবিহীন পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য ৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী ২০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। অপরদিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়। পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা করেন ময়মনসিংহ জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক গোলাম রহমান ফিলিপ এবং জেলা পুলিশ লাইনের একটি টিম।

ময়মনসিংহ জেলা ভোক্তা অধিকার
কার্যালয়ের সহকারী পরিচালক (অতিঃ দাঃ) মোঃ শাহ আলম জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান সফল করতে তিনি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।