চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম : ৩০ডিসম্বের চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে গভীর রাত্রে কম্বল বিতরণ করছেন। সম্প্রতি এক রাতে মহানগীর প্রায় ১৫টি স্পটে জেলা প্রশাসক মোঃ ইলিয়াছ হোসেন’এর পক্ষে নগরীতে গত ২৪ডিসেম্বর রাত সাড়ে ১০টা থেকে রাত ০১টা পর্যন্ত বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ ও ছিন্নমূল মানুষের মাঝে শীত নিবারণে কম্বল বিতরণ করা হয়।
এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু হাসান সিদ্দিক। কম্বল বিতরণে আরও ছিলেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ও জেলা ত্রাণ কর্মকর্তা সজীব চক্রবর্তী।
জেলা প্রশাসনের টিম রাত ১০,৩০ থেকে নগরীর কাজির দেউরি, জিইসি মোড়, পাচলাইশ, মুরাদপুর, অক্সিজেন ও সিআরবি এলাকায় ছিন্নমূল ভ্রাম্যমাণ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই কার্যক্রম নগরীতে শীতঋতুতে শীত বস্ত্র হিসেবে বিতরণ অব্যাহত থাকবে।