বাকলিয়ায় একতা বন্ধন ক্লাব কর্তৃক বিজয় দিবসের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
চট্টগ্রাম প্রতিনিধিঃ দক্ষিণ বাকলিয়া বউ বাজার একতা বন্ধন ক্লাব কর্তৃক আয়োজিত বিজয় দিবসের শর্ট পিছ দিবা রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট পোড়া কলোনীস্থ মাঠে অনুষ্ঠিত হয় উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন ১৯নং দক্ষিণ বাকলিয়া আওয়ামীলীগের মনোনীত ওয়ার্ড কাউন্সিলর, নগর যুবলীগ নেতা নুর আলম মিয়া,টুর্নামেন্ট উদ্বোধন করেন এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা আওয়ামীনেতা এম মাহমুদ রনি,প্রোগ্রাম পরিচালনা ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় জাতীয় ছাত্রসমাজের সহসভাপতি বাকলিয়ার কৃতি সন্তান রাশেদুল হক খোকন।
আরো উপস্থিত ছিল নগর যুবলীগের সাবেক শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক বখতেয়ার ফারুক,ওয়ার্ড যুবলীগ নেতা হাজী ইলিয়াস, আরমান তানজিম, ছাত্রলীগ নেতা রিজান চৌধুরী, আয়োজক কমিটির অন্যতম মোহাম্মদ শরীফ,মোহাম্মদ নজরুল, মোহাম্মদ ইউনুস,ছাত্রনেতা এস এম জাহেদুল হক জাহেদ সহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন খেলাধুলা মানুষের মন প্রফুল্ল রাখে স্বাস্থ্য সুরক্ষায় খেলাধুলার বিকল্প নেই, আমি নির্বাচিত হলে খেলার মাঠ,হত দরিদ্রদের জন্য নাম মূল্য ১০০০টাকায় কমিউনিটি সেন্টার সহ নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করব।
এম মাহমুদ রনি বলেন এ এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি জনসাধারণের সকল দুর্ভোগ লাঘবের জন্য আওয়ামীলীগের মনোনীত মেয়র রেজাউল করিম ভাই কে এবং ওয়ার্ড কাউন্সিলর মিয়াকে আপনাদের মূল্যবান নাগরিক অধিকার ভোট প্রয়োগের মধ্যে দিয়ে নির্বাচিত করে আপনাদের সুখে দুঃখে সঙ্গী করে নেবেন। মাননীয় প্রধানমন্ত্রী এদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াবার শক্ত ভিত তৈরি করে দিয়েছেন ওনার আস্থাভাজন মন্ত্রী হাসান চৌধুরী নওফেল এমপি বৃহত্তর বাকলিয়া কোতোয়ালি সার্বিক উন্নয়নে তার মেধা,শ্রম,প্রকল্প, বাজেট সহ যেকোনো সমস্যায় নগরবাসী ওনার স্মরণাপন্ন হলে তিনি আন্তরিকতার সহিত অগ্রাধিকার ভিত্তিতে সুসম্পন্ন করে দিচ্ছেন তিনি শুধু চট্টগ্রামের গর্ব নই তিনি বাংলাদেশের নবীন,প্রবীণদের অহংকার বটে।
তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমার উদ্যোগে এমপির নিকট স্মরণাপন্ন হলে নির্ধিদায় তাৎক্ষণিক সোলার বিদ্যুৎ ও বিনামূল্য পোড়া কলোনীতে ওয়াসার পানির টেংক স্থাপন সহ করোনাকালিন ত্রাণ বিতরণ, সহ বিভিন্ন নাগরিক সুবিধা প্রদান করেছেন যার ফলে এলাকার সাধারণ জনগোষ্ঠী সুপেয় পানি পান ধীরে নানান সমস্যা থেকে উত্তরণ ঘটছে পিছিয়ে পড়া বৃহত্তর বাকলিয়া,এমন উদাহরণ অসংখ্য।
বিশেষ অতিথি রাশেদুল হক খোকন বলেন শিশু,কিশোর, যুবকদের নিয়মিত খেলাধুলার মাঝে সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য গঠন যেমনি হয় তেমনি মানসিক স্বাস্থ্য সুদৃঢ় হয় পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়,সমাজে নৈতিক অবক্ষয় রোধ করে, সামাজিক বন্ধন মজবুত, আন্তরিকতা, দায়বদ্ধতা এবং দেশপ্রেম কে উদ্বুদ্ধ করে।
তাই আসুন আজকের বিজয়ের মাসে দেশের সকল অশুভ শক্তিকে রুখবার জন্য দলমত নির্বিশেষে একটি প্লার্টফর্মে দাড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম ত্যাগ ও পল্লী বন্ধুর প্রশাসনিক কাঠামো উন্নয়ন তৃনমূলে জনগনের দৌড় গোড়ায় উপজেলা, ইউনিয়ন, গ্রাম্য আদালত সৃষ্টির মধ্যে দিয়ে আইনের সুশাসন নিশ্চিত করি।
বক্তব্যে আয়োজক কমিটির মোহাম্মদ শরীফ একতা বন্ধন ক্লাবের সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন টুর্নামেন্ট সফলভাবে শেষ করাই আমাদের লক্ষ্য।