জাতীয় সমাজসেবা দিবস পালন খানসামায়
লায়ন ইসলাম খানসামা প্রতিনিধিঃ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামায় জাতীয় সমাজসেবা দিবস-২০২১ পালিত।
২জানুয়ারী (শনিবার) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আরডিও কর্মকর্তা আবু রাহাত সোহেল রান, পিআইও মাজহারুল ইসলাম, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ সহ আরো অনেকে।