ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৫ - ৯:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 14, 2020 - 5:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 125 বার

লায়ন ইসলাম খানসামা প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন অমৃতসূর্য’র আয়োজনে, ‘কনসার্ট ফর উষ্ণতা’র ব্যানারে এবং জনতা ব্যাংক লিমিটেডের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

গতকাল সোমবার সকালে উপজেলার রামকলা বাজারে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। অমৃতসূর্য’র আহ্বায়ক ও ডাকসুর সদ্য সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য’র তত্ত্ববধানে তিনশতাধিক শীতার্ত মানুষকে একটি করে কম্বল প্রদান করা হয়। উত্তরবঙ্গের অসহায় শীতার্ত মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ‘কনসার্ট ফর উষ্ণতা’র মাধ্যমে উষ্ণতা ছড়িয়ে দেয়ার একটি ধারাবাহিক প্রয়াসে এটি সপ্তমবারের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অবসর প্রাপ্ত শিক্ষক সামসুর হোসেনে সভাপতিত্বে নীলফামারী জনতা ব্যাংকের ম্যানেজার মোসাদ্দেক হোসেন, বিশেষ অতিথি ভেড়ভেড়ী ইউপি সদস্য মোজাহারুল ইসলাম বাবুল সহ সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।