ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চৌগাছায় ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 7:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 89 বার

সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওয়ালিদ হাসান (১০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।শনিবার (২ জানুয়ারি) দুপুরে যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর বকুলতলা মোড়ে এ ঘটনা ঘটে।নিহত ওয়ালিদ উপজেলার ফতেপুর গ্রামের হবিবর রহমানের ছেলে। ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

নিহতের মামা আনোয়ার হোসেন জানান,ওয়ালিদ হাসান জাহাঙ্গীরপুর বাজার থেকে মুরগি কিনে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল।প্রতিমধ্যে বকুলতলা মোড়ে পৌছালে ইটবাহী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়।এসময় রাস্তার ওপরে পড়ে গেলে ট্রাকের চাকায় সে পিষ্ট হয়।স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আনজুমান সাদিয়া তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চৌগাছা থানা পুলিশের উপ- পরিদর্শক (এসআই )বিকাশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।