ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে বাঁশতৈল ইউনিয়নে একসাথে ১৮ টি কয়লার চুল্লী ধ্বংস

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 3, 2021 - 12:27 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 238 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল মির্জাপুরে বাঁশতৈল ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ১৮টি কয়লা তৈরির চুল্লী ধ্বংস করে দিয়েছে মির্জাপুর উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। 

দেশের চাহিদার চাইতে অধিক হাঁড়ে বাড়ছে ইট ভাটার সংখ্যা আর সেই সাথে চাহিদা বাড়ছে জালানির জন্য কয়লা৷ বর্তমান ইটভাটায় কাঠের জালানি আইনত দন্ডনীয় তাই বিকল্প পথ হচ্ছে কয়লা আর তার যোগান দিতে ব্যবহার করা হচ্ছে কাঠ আর সেই কাঠের যোগান দিতে কিছু অসাধু ব্যবসায়ী পাহাড়ি বনের কাঠ কেটে পরিবেশের ও দেশের ক্ষতি করছে।

সেই রকম আরো একটি অবৈধ কয়লার কারখানা গড়ে ওঠেছে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায়৷ শনিবার (০২ জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮ টি কয়লার চুল্লী ধ্বংস করা হয় এবং এ কাজের সাথে জড়িত থাকার দায়ে ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কয়লা ব্যবসায়ী মো. বিল্লাল হোসেনকে (৫০ হাজার) টাকা জরিমানা করেন। এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। সেই সাথে ১০-১২ লাখ টাকার অবৈধ কাঠ কয়লাও ধ্বংস করা হয়েছে। অভিযান পরিচালনাকালে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।

মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো.জুবায়ের হোসেন বলেন, কিছু দিন আগে এই ইউনিয়নে গাইরাবেতৈল গ্রামে দুটি কয়লার চুল্লী ধ্বংস করেছি আবার নতুন করে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে (৫০,০০০) জরিমানা করেছি ১০-১২ লক্ষ টাকার কয়লা ধ্বংস করেছি। দেশীয় বনজ সম্পদ রক্ষায় কাঠ ধ্বংস করায় যদি আরো কঠোর ব্যবস্থা গ্রহন করতে হয় তাহলে সেই ব্যবস্থায় করবো৷ জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।