ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাতক্ষীরা সদরের মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের গৃহ নির্মাণের লক্ষে খাস জমি উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 14, 2020 - 6:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 111 বার

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ও ঘোনায় মুজিববর্ষ উপলক্ষে, ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণের লক্ষে খাস জমি উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ডিসেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র নেতৃত্বে, সদর সহকারী কমিশনার (ভূমি) ও মোঃ আসাদুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের ২ টি স্থান থেকে ১৬ শতক ও ঘোনা ইউনিয়নে ৯ শতক, তিন’টি স্থান থেকে, মোট ২৫ শতক খাস জমি অবৈধ দখলদারদের নিকট হতে উদ্ধার করা হয়েছে।

উক্ত খাস জমি সরকারি দখলে এনে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে।

উদ্ধারকৃত উক্ত খাস জমিতে মুজিববর্ষ উপলক্ষে ভোমরা ও ঘোনা ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমি বন্দোবস্তসহ গৃহনির্মাণ কর্মসূচী বাস্তবায়ন করা হবে।

সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন কর্তৃক খাস জমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।