ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নতুন প্রজন্মকে মেধাবী জাতি হিসেবে গড়তেই বিনামুল্যে বই দিচ্ছেন প্রধানমন্ত্রী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 3, 2021 - 10:41 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 99 বার

আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারন সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাজহারুল আনোয়ার সোহেল খান বলেছেন- করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে বঙ্গবন্ধুর কন্যা, মানবতার নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। বছরের প্রথম দিনে বিনামুল্যে সরকারী বই পাচ্ছে শিক্ষার্থীরা, এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা সাফল্য। তবে বরাবরের মতো এবার বই বিতরণে উৎসব মোখর পরিবেশ নেই করোনা পরিস্থিতির কারণে।

শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের দক্ষিন হবিরবাড়ী কড়ৈই তলী মোড়স্থ পড়ালেখা শিশু একাডেমীর বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তরুণ রাজনীতিবিদ মাজহারুল আনোয়ার সোহেল খান এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, বর্তমান প্রজন্মরাই জাতির ভবিষ্যৎ, শেখ হাসিনার ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের মূল চালিকাশক্তি বর্তমান প্রজন্মরাই, তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে নেতৃত্ব দিতে বর্তমান প্রজন্মদের কে মেধাবী ও দক্ষ হিসাবে গড়ে তুলতেই বঙ্গবন্ধুর কন্যা বিনামুল্যে এই বই উৎসব চালু করেছেন।কারণ দক্ষ জনসম্পদই হচ্ছে একটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি। আর এই সম্পদ গড়ার মূল উপাদান মানসম্পন্ন শিক্ষা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য দরকার পাঠ্যপুস্তক এবং আমাদের নিরলস প্রচেষ্টা ও মেধার প্রয়োগ।

পড়ালেখা শিশু একাডেমীর প্রতিষ্ঠা পরিচালক মাহমুদুল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় করোনায় যথাযত স্বাস্থ্যবিধি মেনে এই বই উৎসব উদযাপন করা হয়।

করোনা পরিস্থিতির মধ্যেও বছরের শুরুতে বিনামূল্যে বই বিতরণের কাজটি শুরু করতে পারায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটা কৃতিত্ব ও সাফল্য। এই সাফল্য ধরে রাখতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এসময় তিনি বলেন- নতুন শ্রেণিতে নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম। সেই বই যদি পাওয়া যায় বিনামূল্যে, তাহলে তো কথাই নেই।এর মধ্যে এক ধরনের সার্বজনীনতাও রয়েছে। কেননা দরিদ্র পরিবারের সন্তানদের অনেকেরই নতুন বই কেনার সামর্থ্য থাকে না। তারা আগে পুরনো বই দিয়েই বছর পার করতো। এখন সবার হাতে থাকে নতুন বই। টানা এক দশকেরও বেশি সময় ধরে বিনামূল্যে পাঠ্যবই প্রদানের কার্যক্রম পরিচালনা করে আসছে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার। এসময় ইউনিয়ন বঙ্গবন্ধ ফাউন্ডেশনের সভাপতি জহিরুল ইসলাম সুজনসহ ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক গণ উপস্থিত ছিলেন।