সাপাহারে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের অফিস কক্ষে আলোচনা সভা ও দোয় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম। এসময় তিনি সমাপনী বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। আরও বক্তব্য প্রদান করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সাংবাদিক আবদুর রহিম প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবী সহ দেশের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ওই স্কুলের খন্ডকালীন শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।