কবিতা “জলছবি”
জোছনা হক
জীবনের উদ্দেশ্য জানতে চেয়েছিলে আমার!
অর্ধেক জীবন তো কেঁটে গেলো, বাকীটা জীবন প্রার্থনায় আর
তোমার তিলত্তমা শহরে রিক্সায় বসে রোজ বিকেলে টং দোকানের শুকনো রুটি সাথে এককাপ চা সাথে তুমি আমি ।
আমাদের সংসারের আয়ের সীমিত রোজগারে নিম্নমধ্যবিত্ত স্বপ্ন গুলো পূরণ করবো ধীরেধীরে ।
উড়তে চাওয়া ইচ্ছে গুলো ,এখনো উড়ে মনের শহরে।
আকাশ ছোঁয়ার স্বপ্ন কখনো দেখিনি,তবুও আকাশ ছুঁয়েছি ,তোমায় পেয়ে ভেসে যায় মেঘের ভেলায়।
ক’জনের ভাগ্যে জুটে এই তুমিটা,
জীবন থেকে অবসর নিয়েছে কত ভালোলাগা, কত চাওয়া-পাওয়া, কত আনন্দ-বেদনা আমি তুমি আগের মতই আছি।
শ্যাওলা ধরেছে গাঘেঁষে বসা সেই পুকুর ঘাট।
শুনশান এখন সেই মেঠোপথ যেখানে আমার উন্মুক্ত পা ছুঁয়ে যেতো শিশির বিন্দু।
মেঘের মুলুকে সাদাকালো জলছবিতে তুমি আমি এখনো রঙিন উঁড়োউঁড়ো প্রজাপতি।