ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিশ্ব মানবাধিকার দিবস ও সার্চ মানবাধিকার উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 14, 2020 - 6:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 130 বার

মুরাদ মিয়া,স্টাফ রিপোর্টার : “ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস ও সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ সদর কমিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পানসী রেষ্টুরেন্টে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও তরুণ সমাজ সেবক মো. সেলিম আহমেদের সভাপতিত্বে ও সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ কে মিলন আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. আরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. রহুল আমিন, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বাবু, সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, অজিত কুমার দাশ শ্যামল, প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সহকারী শিক্ষিকা ও লেখক তামান্না আক্তার, সুনামগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল,প্রথমেই পবিত্র কোরআন তেলওয়াত করেন জাকিয়া সুলতানা ও গীতা পাঠ করেন বিপলু রজ্ঞন দাস, আরো বক্তব্য রাখেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহবাজ হোসেন ইমরান, সহ সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান রাজ, সহ সাধারণ সম্পাদক আলী হোসেন, সহ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা,শ্রম বিষয়ক সম্পাদক তুষার আহমেদ টিপু, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল হোসেন অপু, শ্রমিক নেতা ফরহাদ আহমেদ সাংবাদিক উস্তার আলী প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে আরিফুল ইসলাম বলেন নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকে সততা ও নিষ্টার সাথে কাজ করার জন্য প্রতিটি মানবাধিকার কর্মীকে আহবান জানান।আলোচনা সভা শেষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা ২১ সদস্য বিশিষ্ট এনামুল হক শাহরুখ কে সভাপতি ও আজিজুল হক কে সাধারণ সম্পাদক করে ১ বৎসর মেয়াদি কমিটি অনুমোদন করা হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।