ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে কর্মজীবি মায়েদের স্বাস্থ্য সহায়তা প্রদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 4, 2021 - 3:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কর্মজীবি মায়েদের স্বাস্থ্য প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি’র আওতায় সোমবার সকাল ১১টায় ফুলবাড়ী পৌর শহরের প্রায় অর্ধ শতাধিক মায়েদের নিয়ে এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কানিজ আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মঞ্জু রায় চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু সামছুন্নাহার, উপজেলা প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মশিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মা দের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল।
অনুষ্ঠান শেষে প্রাত্যেক মায়েদের হাতে সুরক্ষা সামগ্রী হিসেবে সাবান ও খাবার সেলাইন তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।