ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু : গ্রেফতার ২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 5, 2021 - 1:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 113 বার

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-২৫৫০) এর চাপায় অজ্ঞাত (৩০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে এবং ট্রাকের চালক দুলাল ও হেলপার রুবেলকে গ্রেফতার করে।

সোমবার (৪ জানুয়ারি) গ্রেফতারকৃত চালক ও হেলপারকে আদালতে প্রেরণ করে পুলিশ।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সানারপাড় পিডেকে পাম্পের সামনে রোববার দিবাগত রাত পৌনে ১ টার দিকে এ ঘটনাটি ঘটে।

গ্রেফতারকৃত দুলালের পিতার নাম সেলিম ও হেলপার রুবেলের পিতার নাম পোরা মানিক। তারা উভয়ে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার তালগাছী গ্রামের বাসিন্ধা।

উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এবং পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সানারপাড় পিডিকে পাম্পের সামনে চট্রগ্রামগামী একটি ট্রাক অজ্ঞাত(৩০) এক ব্যক্তিকে রাস্তা পারাপারের সময় চাপা দেয়। ঘটনাস্থলেই অজ্ঞাত ব্যক্তিটি মারা যায়।