ঢাকায় সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী আশার মৃত্যু
মোঃ নাসির, বিশেষ প্রতিনিধিঃসড়ক দুর্ঘটনায় বাংলাদেশ টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৪ জানুয়ারি সোমবার মধ্যরাতে রাজধানী ঢাকার দারুস সালাম এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অকালে চলে গেলেন।
তার মৃত্যুর তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা রোমান রুনি। এই নির্মাতার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন আশা।
তিনি জানান, দারুস সালাম এলাকায় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এরপর এই অভিনেত্রীর মৃত্যু হয়। মরদেহ একটি হাসপাতালের মর্গে রাখা আছে।
আশা চৌধুরী বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত ছিলেন। একক নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। এছাড়া টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও তাকে অভিনয় করতে দেখা গেছে।
সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।