ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পীরগঞ্জে মিস্টার মহুরি নামে একজনের রহস্যজনক মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 5, 2021 - 4:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 88 বার

মাহমুদুল হাসান, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়আলমপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আজিজুল হক মিস্টার নামে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে তার বাড়ীর অনতিদুরে রাস্তা থেকে পুলিশ আজিজুলের মরদেহ উদ্ধার করে ।পীরগঞ্জ থানা পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, উক্ত গ্রামের মৃত্যু গোলজার হোসেনের পুত্র আজিজুর রহমান (৫০) সোমবার রংপুর জজ কোর্টে পেশাগত দায়িত্ব শেষে সন্ধার পুর্বে বাড়ী ফিরে ।

সন্ধার পর রাতের খাবার শেষে কাঞ্চনের বাজারে যায় । সে রাতে আর বাড়ী ফিরেনি । মঙ্গলবার আজিজুর রহমানের বাড়ীর অনতিদুরে রাস্তায় তার মরদেহ দৃশ্যমান হলে ঘটনাটি পীরগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজিজুল হক মিস্টার মহুরির মরদেহ উদ্ধার করে ।

রংপুরের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মৃত্যুর কারন এখনই বলা যাচ্ছে না ,তবে ময়না তদন্ত সম্পন্ন হলে মৃত্যুর কারন জানা যাবে । একই মন্তব্য করেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র । মরদেহ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে এবং মামলার প্রন্তুতি চলছে ।