ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১০:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বেলকুচি পৌরসভা নির্বাচনে সাজ্জাদুল হক রেজাকে ভোট প্রদানের আহ্বান- সুমা বিশ্বাস

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 6, 2021 - 10:27 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 144 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃসিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারী) দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে সন্ধ্যায় ১নং ওয়ার্ড সুবর্ণসাড়া এমপি রোড সংলগ্ন মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগ ও উঠান বৈঠকে অত্র গ্রামের সর্বস্তরের মানুষকে আগামী ১৬ই জানুয়ারী বেলকুচি পৌর নির্বাচনে নারিকেল গাছ মার্কার বিজয়ের লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিশিষ্ট ছাত্রীনেত্রী ও গার্মেন্টস ব্যবসায়ী সুমা বিশ্বাস। তিনি আরও বলেন,বেলকুচি পৌরসভার বর্তমান মেয়র ও বাবা আব্দুল লতিফ বিশ্বাসের অরাজনৈতিক বক্তব্যে পৌরবাসিকে বিচলিত না হয়ে আগামী ১৬ তারিখে নারিকেল গাছ মার্কায় ভোট দিয়ে দূর্নীতি মুক্ত পৌরসভা গড়তে সকলকে আহ্বান জানান। আমার ছোট ভাই মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজাকে সবসময় পাশে পাবেন এবং আমি সুমা বিশ্বাস আপনাদের পাশে থাকবো। সমাজ সেবক আলম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেলকুচি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাজ্জাদুল হক রেজা। তিনি বলেন,আমি পৌর মেয়র নির্বাচিত হলে পৌরবাসির ভোটের মর্যাদা রাখবো। আমাকে একটি বার সেবা করার সুযোগ দিবেন এবং পৌরবাসিকে কোন প্রতিশ্রুতি দিবোনা তবে আপনারা নির্বাচিত করলে কাজ করে দেখিয়ে দেব। তিনি আরও বলেন,কারো কথায় বিচলিত না হয়ে আগামী ১৬ই জানুয়ারীতে নির্দিধায় ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোট প্রয়োগ করবেন। নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হবে।

এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারন সম্পাদক আজিজুল খাঁন হক ঘোষন, সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ,পৌর আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মানিক মন্ডল,সাবেক ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,আওয়ামী লীগ নেতা আজাদ সরকারসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ।