ব্রাহ্মণবাড়িয়া সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
ফয়সাল আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ কুমিল্লা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ঘাটুরায় সিএনজি অটোরিকশার সাথে বিপরী দিক থেকে আসা একটি গাড়ীর মখোমুখী সংঘর্ষে একজন নিহত হন, এতে সিএনজি চাললক সহ ৪ জন গুরুতর আহত হয় ।
আহতদের স্থনীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়াজেনারেল হাসপাতালে নিয়ে আসলে অজ্ঞাত (৪০) এক নারী যাত্রীর মৃত্যু হয় । সরাইল খাটিহাতা হাইওয়ে থানা (ওসি) মো: মাহবুবুর রহমান ঘটনা সত্যতা নিিশ্চিতকরে বলেন, খবর পেয়ে পুুলি ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃৃত্যু মহিলার পরিচয় এখনও নিশ্চিত হয়নি, সনাক্তের চেষ্টা চলছে।