রাজশাহীতে নাবিল অটো রাইস মিলে ভোক্তা-অধিকারের অভিযান
রাজশাহী ব্যুরোঃ আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে; জেলা প্রশাসক, রাজশাহী সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম অালী কর্তৃক রাজশাহী জেলার পবা উপজেলার ভেড়াপোড়া ও সুভিপাড়া বাজারে এবং নাবিল অটো রাইস মিলে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ অাইন, ২০০৯ এর অাওতায় ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও সতর্ক করা হয়। এছাড়াও তদারকিতে সঠিক দামে ও পরিমাণে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন, নিরাপদ খাদ্য পণ্যে উৎপাদন ও বিক্রয়, অবৈধ ও অনুনোমোদিত ঔষধ ও কসমোটকস বিক্রয় হতে বিরত থাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করা সহ স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয়-বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। উক্ত অভিযানে পবা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সার্বিক সহায়তা প্রদান করেছেন।
এ সময় আইন শৃঙ্খলায় রক্ষায় সহায়তা করেন পবা মেট্রো থানা পুলিশের একটি চৌকষ টিম।