ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ৭:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামাইরহাট ব্যবসায়ী সমিতি নির্বাচন; সভাপতি কাঞ্চন, সম্পাদক সেলিম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 8, 2021 - 5:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধামাইরহাট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচন বৃহস্পতিবার (৭ জানুয়ারি) উপজেলার দক্ষিণ রাজানগর ভি,এইড পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে ১৯৮ভোট পেয়ে চতুর্থ বারের মতো নির্বাচিত হয়েছেন ওমর গনি চৌধুরী কাঞ্চন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শাহ আলম হরিণ প্রতীকে পেয়েছেন ১৮৮ ভোট। তালা-চাবি প্রতীকে ১৬৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন ফজলুল ইসলাম সেলিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইউসুফ উদ্দিন চাকা প্রতীক নিয়ে পেয়েছেন ১১৩ভোট।

নির্বাচিত অন্যান্যরা হলেন সহসভাপতি পদে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে সাইদুল কবির ২০২ ভোট, সহ সাধারণ সম্পাদক পদে বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে মো. নাছির উদ্দিন ১৪৪ ভোট, অর্থ সম্পাদক পদে টেলিভিশন প্রতীক নিয়ে মো. সোহেল রানা ২৪৪ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে নলকূপ প্রতীক নিয়ে ফয়েজ আহমদ ১৯৫ ভোট, শিক্ষা ও ধর্ম সম্পাদক পদে হাঁস প্রতীক নিয়ে মো. আলমগীর ২১৪ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে মো. নুরুল আলম ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। এছাড়া সদস্য পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মো. রাশেদ, সুমন দাশ, মো. দিদারুল আলম ও আবদুল্লাহ আল আরমান।

উল্লেখ্য নির্বাচনে মোট ৯ পদের মধ্যে ৮ পদে ভোট গ্রহণ করা হয়েছে। যেখানে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে মোট ৪৫৭টি ভোটের মধ্যে ৩৯৩টি ভোট সংগ্রহ হয়েছে।