নড়াইলে নড়াগাতিতে বিরল প্রাণী তক্ষক উদ্ধার
কালিয়া( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইল জেলার নড়াগাতি থানার পুটিমারি গ্রাম থেকে বিরল প্রাণী তক্ষকসহ একজনকে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ ও নড়াইল জেলা ডিবি পুলিশের একটি টিম। ৭ (জানুয়ারি) বৃহস্পতিবার রাত ৯ টার দিকে নড়াগাতি থানা এলাকায় অভিযান চালিয়ে এই তক্ষক সাপটি উদ্ধার করা হয।
পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল জেলা ডিবি পুলিশের এএসআই আনিস এবং নড়াগাতি থানার এসআই শফিকুল ইসলাম ও মিলন হোসাইনের নেতৃত্বে নড়াগাতির পুটিমারি গ্রাম থেকে মোমরেজ শেখের ছেলে মোস্তফাকে একটি তক্ষকসহ আটক করেন।
এ ঘটনায় আজ শুক্রবার নড়াগাতি থানায় ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা করা হয় এবং দুপুরে তক্ষকসহ উক্ত আসামীকে আদালত পাঠানো হয়েছে।