ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৩:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “১৬ই ডিসেম্বর”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 15, 2020 - 4:17 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 191 বার

আবেদা সুলতানা

কালের ব্যাপ্তিতে “নয় “মাস
লক্ষ প্রানের রুদ্ধশ্বাস
দু ‘লক্ষ ‘মা ‘বোনের সমভ্রম,
বিনিময়ে অর্জিত ১৬ই ডিসেম্বর ।

“উনিশশো” একাত্তরের অগ্নিঝরা মার্চ
মাতিয়ে তুললো যখন এ বিশ্ব
রেসকোর্স ময়দানে সেদিন
হয়েছিল লোকে লোকারণ্য।

উনিশ মিনিট দীর্ঘ এক শ্রুতি
মহাকাব্যের অনুরন হলো যখন
নিবিস্ট মনে মহাকাব্য শ্রবণে
ব্যাস্ত মানুষগুলো তখন।

লড়ে যাবার আহবান পেয়ে
মনে সাহস যখন পেলো
জয় বাংলার রক্ত শিরায় শিরায়
টগবগিয়ে উঠলো।

অন্তরগহনে ভিসুভিয়াসের
দহন জ্বালা জ্বালিয়ে,
রাজপথে সবাই জড়ো হলো
ঝাঝালো মিছিল নিয়ে।

বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে
যে আন্দোলন শুরু হলো
উনসত্তর এর “গনঅভূত্থানে “
তার চূড়ান্ত রুপ নিলো।

চুয়ান্নর” যুক্তফ্রন্ট” নির্বাচন বাষট্টির শিক্ষা ,
ছয় “দফায় “ও কিছুই হলো না
আগুন জ্বালালো একাত্তরের স্বাধীনতা।

সাড়ে সাত কোটি, বাঙালি হলো ঐক্যবদ্ধ
২৬ শে মার্চ থেকে শুরু হলো
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ।

একাত্তরের কালরাত্রে সার্চলাইটের আধাঁর
বাংলার বুকে জন্ম দিলো হাজার লাসের পাহাড়,
শহীদের হাড়গুলো বাংলার হ্নদপিন্ডে
তুললো যখন ঝড়,
রক্ত ঝরিয়ে লাখো বাঙালি
ছিনিয়ে আনলো বিজয় ডিসেম্বর।

বিজয় মাখা “বাংলার “মাটিতে
বিজয় সবুজ ঘাসে,
১৬ ই ডিসেম্বর বিজয় দিবস
বছর ঘুরে বারবার ফিরে আসে ।