গাইবান্ধা করোনায় ২ দিনের ব্যবধানে মৃত্যু ২ জনের পরিস্থিতি আরও খারাপ হতে পারে অভিমত বিশেষজ্ঞদের
সাকিব হাসান চৌধুরী সাম্য, গাইবান্ধা জেলা প্রতিনিধি : দেশে প্রতিদিনেই শনাক্ত হচ্ছে করোনা রোগী, বাড়ছে মৃত্যু! তেমনি উত্তরের জন পদ গাইবান্ধা জেলাতেও প্রতিদিনে শনাক্ত হচ্ছে করোনা রোগী।
তবে তেমন কেউই মানছেনা বিধিনিষেধ, মানুষের মধ্যে নেই মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার প্রবনতা।
কোভিট-১৯ পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতিদিনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২২ মার্চ উত্তরাঞ্চলে প্রথম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী মা-ছেলের করোনাভাইরাস শনাক্ত হয়।
এরপর থেকে ক্রমাগত জেলার সাত উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে।
সর্বশেষ ০৮ জানুয়ারি পর্যন্ত জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার চারশত চল্লিশ জনে।
২ দিনের ব্যবধানে করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে ২ জনের মৃত্যু সহ মোট মৃত্যুের সংখ্যা দাড়িয়ে শিশু সহ ১৬ জনে।
সুতরাং বিশেষজ্ঞরা বলছেন করোনার ২য় ঢেউ এ আরো ভয়াবহ হতে পারে এই কভিড পরিস্থিতি