ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

লাফার্জহোলসিমের গ্রেডেড চুনাপাথর উৎপাদন শুরু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 10, 2021 - 2:26 pm
  • পঠিত হয়েছে: 154 বার

নবোদয় প্রতিবেদক : লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড সচ্ছ আকৃতির সামগ্রিক গ্রেডেড চুনাপাথরের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। গতকাল শনিবার (৯ জানুয়ারি) থেকে কোম্পানিটি আন্তর্জাতিক মানের এই গ্রেডেড চুনাপাথরের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ তথ্য প্রকাশ করে।

তথ্য মতে, কোম্পানিটি অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে কোন আকৃতির ক্রাশিং ইউনিট স্থাপন করেছে। এই ইউনিটে কোম্পানিটি বছরে প্রায় ১.২ মিলিয়ন টন সচ্ছ আকৃতির গ্রেড চুনাপাথর উৎপাদন করতে পারবে। কোম্পানিটির সিমেন্ট উৎপাদনের কারখানা প্রাঙ্গন ছাতক, সুনামগঞ্জে এই সচ্ছ আকৃতির চুনাপাথর উৎপাদন শুরু হয়েছে।

উল্লেখ্য, লাফার্জহোলসিমের নতুন ইউনিটের জন্য ৪ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। এই প্রকল্পের পুরো অর্থায়ন কোম্পানির নিজস্ব তহবিল থেকে করা হয়েছে।