ময়মনসিংহ সদর উপজেলায় মাসিক সভা অনুষ্ঠিত, বিজয় দিবস উদযাপনে ব্যপক প্রস্তুতি
আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ১৪ই ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভ টিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কমিটির সভাপতি ইউএনও সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন,সহকারী কমিশনার (ভূমি),কোতুয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার,উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ।
এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সহ কর্মকর্তা কর্মচারীরা। সভায় মহান বিজয় জাতীয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতি নেওয়ার বিষয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়