ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নতুন ট্রায়ালে রাশিয়ার স্পুটনিক ৯১.৪ শতাংশ কার্যকরী প্রমাণিত : রিপোর্ট

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 15, 2020 - 12:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 243 বার

আন্তর্জাতিক ডেক্স :আশা জাগাচ্ছে রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি। সোমবার প্রকাশিত এক রিপোর্ট জানাচ্ছে এই ভ্যাকসিন ৯১.৪ শতাংশ কার্যকরী প্রমাণিত হয়েছে। নতুন ট্রায়ালে এই তথ্য বেরিয়েছে বলে খবর।

ইতিমধ্যেই মাস ভ্যাকসিনেশন শুরু হয়েছে রাশিয়া জুড়ে। লক্ষাধিক মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে। সেপ্টেম্বর মাসে শুরু হয় স্পুটনিকের ভ্যাকসিন ট্রায়াল।

২২,৭১৪ জন স্বেচ্ছাসেবকের ওপর পরীক্ষা করে রিপোর্ট প্রকাশিত হয়েছে। রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউট জানিয়েছে স্পুটনিক-ভি ভ্যাকসিন আগামী বছরের মধ্যেই যাতে দেশ-বিদেশের বাজারে বিক্রি করা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে প্রায় ১ বিলিয়ন ডোজ উৎপাদনের কাজ শুরু করে দিয়েছেন গবেষকরা।

এই বিষয়ে ‘গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের’ টুইটার পেজ থেকে একটি টুইট বার্তায় দাবি করে বলা হয়েছে যে, রাশিয়ানদের জন্য এই ভ্যাকসিন সম্পূর্ণ নিখরচায় দেওয়া হবে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে এই ভ্যাকসিনের দুটি ডোজের দাম ১০ ডলারেরও কম হবে।

এছাড়াও যেসমস্ত স্বেচ্ছাসেবীরা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছিলেন তাদের কাছ থেকে এরকমই তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে দেখা গিয়েছিল প্রথম ডোজ নেওয়ার পর ৪২ দিনে এই টিকার সাফল্যের হার ৯৫ শতাংশ। সবমিলিয়ে বলা চলে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্পুটনিক-ভি’কে দ্রুত মাঠে নামাতে প্রস্তুত রাশিয়া।

এদিকে, রাশিয়ার উপভোক্তা স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার প্রধান আনা পোপোভা জানিয়েছেন, দুই ডোজের এই টিকা নেওয়ার দু সপ্তাহ আগে থেকে মদ্যপান বন্ধ রাখতে হরে তা নেওয়ার পর থেকে ৪২ দিন মদ্যপান করা যাবে না। অর্থাৎ সবমিলিয়ে প্রায় দুমাস মদ্যপান করা চলবে না। কারণ তিনি জানিয়েছেন, এই টিকা করনের সময় আলকোহল পেটে পড়লে ভ্যাকসিনের এই রোগ প্রতিরোধ করায় বাধা সৃষ্টি হবে।

এদিকে এমন সর্তকতা জারি করায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিশেষত সামনেই বড়দিন থাকায় ‌। কারণ এই অতি মহামারী এবং তা রুখতে লকডাউন জারি হওয়ায় স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে।

ঘরে বসে গৃহবন্দী থাকতে থাকতে এক চরম একঘেয়েমির মধ্যে কাটাতে হচ্ছিল। ফলে অনেকেই আশা করেছিল বড়দিনের উৎসবে সেটা কাটবে। কিন্তু দেখা যাচ্ছে তাতেও সে গুড়ে বালি।