ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাটহাজারী মডেল থানা উদ্দ্যেগে ওপেন হাউজ ডে পালিত।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 11, 2021 - 12:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 81 বার

সুমন পল্লব, হাটহাজারী, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা উদ্দ্যেগে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ওপেন হাউজ ডে পালন করা হয়।

গত রবিবার বিকেলে থানার অডিটোরিয়াম এ হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে হাটহাজারীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এবং মাদক নির্মূলে মুক্ত আলোচনা এবং মত বিনিময় সভায় আবদুল্লাহ-আল-মাসুম, অতিঃ পুলিশ সুপার হাটহাজারী সার্কেল তার বক্তব্যে বলেন “ওপেন হাউজ ডে মুক্ত মতবিনিময়ের একটি চমৎকার এবং যুগোপযোগী উদ্যোগ। এরকম কর্মপরিকল্পনা পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনবে এবং বিভিন্ন সময়ে উদ্ভূত সমস্যা সমাধানকল্পে সহায়ক ভূমিকা পালন করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন হাটহাজারী মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম , রাজিব শর্মা, পুলিশ পরিদর্শক (তদন্ত), এ আই এম তৌহিদুল করিম, পুলিশ পরিদর্শক (অপারেশন) এবং সাংবাদিকবৃন্দ থানার কর্মরত পুলিশ সদস্য বৃন্দ।