ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নওগাঁর বদলগাছীতে মাস ব্যাপী ফুটবল প্র‌শিক্ষন ক্যাম্প উদ্ধোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 11, 2021 - 2:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 124 বার

রহমতউল্লাহ আশিকুর জামান নুর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর বদলগাছী‌তে মাস ব্যাপী ছে‌লে ও মে‌য়ে‌দের ফুটবল প্র‌শিক্ষন ক্যাম্প উদ্ধোধন করা হ‌য়ে‌ছে। উপ‌জেলা ক্রীড়া সংস্থার আয়োজ‌নে গত র‌বিবার বি‌কেল ৪ টায় বদলগাছী শেখ রা‌সেল মি‌নি ষ্টে‌ডিয়া‌মে প্রধান অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে ফুটবল ক্যাম্প উদ্ধোধন ক‌রেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ছ‌লিম উদ্দীন তরফদার সে‌লিম।

উক্ত উদ্ধোধন অনুষ্টা‌নে জেলা ফুটবল এ্যা‌সি‌য়েশন এর সভাপ‌তি মামুনুর র‌শিদ এর সভাপ‌তি‌ত্বে বক্তব্য রা‌খেন বদলগাছী থানা অফিসার ইনচার্জ চৌধুরী জোবা‌য়ের আহম্মদ, উপ‌জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম জামান পিন্ট, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম , আধাইপুর ইউপি চেয়ারম্যান ও সা‌বেক ফুটবলার জা‌কির হো‌সেন চৌধুরী প্রমূখ। অনুষ্টান‌টি সঞ্চালনা ক‌রেন আওয়ামীলীগ নেতা বাবর হোসেন।