মির্জাপুরে ত্রিমোহন ফিরিঙ্গিপাড়ায় ঝর্ণা একাব্বর হোসেন উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন
মোঃ রুবেল মিয়া , স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন ফিরিঙ্গিপাড়ায় ঝর্ণা একাব্বর হোসেন উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে নাম ফলক উন্মোচনের মাধ্যমে এবং ফিতা কেটে বিদ্যালয়টির শুভ উদ্বোধন করেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এম.পি। পরবর্তীতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। আজকের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের সাংগঠনিক কমিটির সভাপতি মিসেস ঝর্ণা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আলহাজ্ব মো. একাব্বর হোসেন এম.পি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, মির্জাপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফারজানা রহমান, সাবেক অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম শিপলু, টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আব্দুল মোমেন সিকদার, লতিফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, মির্জাপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক জামিল হোসেন, মির্জাপুর সরকারি এস.কে.পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, উক্ত বিদ্যালয়টির প্রধান শিক্ষক খুশি মোহন সরকার প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং লতিফপুর ইউনিয়নের ফিরিঙ্গিপাড়া গ্রামের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্যযোগ্য,, এই নতুন বিদ্যালয়ে বর্তমানে ৭০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়।