ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুড়িগ্রামে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 11, 2021 - 6:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

লাতিফুল আজম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম শহরতলীর ভেলাকোপা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারী বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার। 

ভেলাকোপা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী সভায় বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ- পরিদর্শক জান্নাতুল ফেরদৌস , কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিনুর রহমান, কুড়িগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জমসেদ আলী (টুংকু), কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাকিবুজ্জাম হাসান রনি।

এলাকাবাসীর আয়োজনে এবং কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সার্বিক সহায়তায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম রিপোটার্স ইউনিটির সভাপতি মোল্লা হারুন উর-রশীদ, ভেলাকোপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (দুলাল) প্রমুখ।

মাদক বিরোধী সভায় সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার সহ সকল বক্তা মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আত্মপ্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধীক শিক্ষার্থীর মাঝে জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ করা হয়।