প্রধানমন্ত্রীর বড় জা রওশন আরা ওয়াহেদের ইন্তেকাল
মাহমুদুল হাসান, পীরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা রওশন আরা ওয়াহেদ রানী (৭২) ইন্তেকাল করেছেন। ১১ই জানুয়ারী সোমবার ভোরে রংপুরের পীরগঞ্জ উপজেলাস্থ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন । ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
মৃত্যুকাল তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে দলমত নির্বিশেষে শোকের ছায়া নেমে এসেছে ।
তাঁর জীবর্দ্দশায় তিনি পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, রংপুর জেলা আওয়ামীলীগের সদস্য, জাতীয় মহিলা সংস্থা রংপুর জেলা শাখার সভাপতি এবং সর্বশেষ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর ১নম্বর সদস্য ছিলেন।
অতিথি পিপাসু এই মানুষটি তাঁর কর্মময় জীবনে একাধিক স্কুল, কলেজ, মাদ্রসা প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করাসহ পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনে অবিচল ছিলেন।
আজ বাদ আসর পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাজা ও পরে উপজেলার লালদীঘির ফতেপুর মিয়া বাড়িতে জয় সদন মাঠে নামাজের জানাজা শেষে তাঁর প্রায়ত স্বামী বিশিষ্ট রাজনীতিক আব্দুল ওয়াহেদ কানু মিয়ার কবরের পাশে সমাহিত করা হয়েছে ।
এদিকে তার মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী এমপি, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
জানাযার নামাযে উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিক, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, পীরগঞ্জ পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম, শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজসহ পীরগঞ্জের সর্বস্তরের জনসাধারণ জানাযার নামাযে অংশগ্রহন করেন।