চসিক নির্বাচনে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভা
মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সিনিয়র স্টাফ রিপোর্টার চট্টগ্রাম : ১১ই, জানুয়ারি সোমবার চট্টগ্রাম সিটি কপোর্রেশন নিবার্চনকে সামনে রেখে নগরীর ইপিজেড থানা দিন ৩৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী রাসেল। নির্বাচনী মতবিনিময় সভাঃ বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী সরফরাজ কাদের রাসেল সোমবার সন্ধ্যায় তার দলীয় নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদকহাজী নুরুজ্জামান কন্ট্রঃ, বিশেষ অতিথি কাউন্সিলর প্রার্থী সরফরাজ কাদের রাসেল,ইপিজেড থানা বিএনপির সাঃসম্পাদক রোকন উদ্দিন মাহমুদ খলিল।
৩৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশ্রাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাঃ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির জাবেদ আনসারী, মুজাদ বারেক, মোঃ ইমরান হোসেন, মোঃ শাহজাহান, মোঃ আলী সাজু, মোঃ সাগির,মোঃ রিয়াজ উদ্দিন, নুর উদ্দিন মুন্না, ৩৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, মোঃ শরীফ, মিজানুর রহমান পারুল, ইফতেকার উদ্দিন, মোঃ আইয়ূব খান, সাইফুর রহমান, জসিম উদ্দিন, নওশাদ ও মইনুদ্দিন ।
সভায় সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে এবং রাসেলের রেডিও মার্কায় ভোট কামনা করে সবার কাছে দোয়া চান। আগামী ২৭ জানুয়ারী চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
—