ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিরাজগঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 12, 2021 - 11:30 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: মহামান্য হাইকোর্টের নির্দেশনা এবং বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের আদেশ অনুযায়ী নির্দেশনা মোতবেক সোমবার (১১ জানুয়ারী) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার বেশ কয়েকটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ঢাকার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রোজিনা আক্তার, এসময় অবৈধভাবে নির্মিত বেশকয়েকটি ইট ভাটা উচ্ছেদ করা হয়।

সোমবার দিনব্যাপী উল্লাপাড়া ও শাহজাদপুরের ৫টি অবৈধভাবে নির্মিত ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেন তিনি। এছাড়াও এমএনসি এবং সৈকত ব্রিকস লিমিটেড এর মালিককে পরিবেশ ছাড়পত্র, বসতবাড়ি ও স্কুলের ২০০ মিটারের মধ্যে ইট ভাটা নির্মাণ এবং কৃষি জমির মাটি ব্যবহারের অপরাধে ৪ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। পরিবেশ ছাড়পত্র ছাড়া দীর্ঘদিন ধরে এসব ইটভাটা কার্যক্রম চালিয়ে আসছে।

এসব ইটভাটার কারনে পরিবেশ দূষণ হচ্ছে। এছাড়াও বসতবাড়ি ও স্কুলের পাশে ভাটা পরিচালনা, ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় অবৈধ ইটভাটা ধ্বংসে দেশব্যাপী অভিযান চলছে।এর অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এবং শাহজাদপুর উপজেলার আজ অভিযান শুরু হয়।

পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মঈন উদ্দিন ও উল্লাপাড়া এবং শাহজাদপুর ফয়ার সার্ভিসের টিম, র‌্যাব-১২ এবং জেলা পুলিশের ১ টি করে চৌকস দল উপস্থিত ছিলেন।