ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা ৷৷৷ অধর।।।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 12, 2021 - 11:43 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 93 বার

জান্নাতুল ফেরদৌস 

আমায় এক পশলা প্রশ্রয় দাও,
ভালোবেসে আমি যুগান্তরী হবো!!
আমাকে এক চিলতে উদার মন দাও
আমি সেখানে ভালোবাসার আবাদ করবো!!
পথহীন পথিক,হাল ভাঙা দিশেহারা নাবিক,
পথহারা প্রেমিক সেথায় খানিক জিরিয়ে নেবে!!
আমাকে ইস্পাত-দৃঢ় নির্ভরতা দাও
আমি দিগ্বিজয়ী অপ্সরী হবো,
করবো বিশ্বজয়!!
আমায় এক বিন্ধু আহ্লাদ দাও,
তাহলে সিন্ধু পাড়ি দেবো!!
এক পাহাড় অধিকার দাও,
তবে তোমার সব কষ্টের সাথে
যুদ্ধ ঘোষণা করবো!!
এক ঋতু ফাল্গুনী দিয়ে দেখনা,
বাহারী ফুলে ফুলে তোমার বসন্ত সাজিয়ে দেবো!!
একবার মনের মাধুরী মিশিয়ে ভালোবাসতে
দাওনা,কি ভাবছো?? দিয়েই দেখনা,
তাই যদি হয়, সাগর, মহাসাগর
পর্বত,গহীন আমাজন, চাঁদের দেশ,
মঙ্গল গ্রহ পাড়ি দিয়ে আমি পৃথিবীর বিস্ময় হবো!!
তুমিও অবাক বিশ্ময়ে আমাকে দেখে দেখে
খুশির বরষায় অধর ভেজাবে!!