ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৬:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

যুব সমাজকে শুধুমাত্র চাকরিমুখী না করে উদ্যোক্তায় পরিনত করতে হবে-পূর্বা’র কর্মশালায় বক্তারা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 12, 2021 - 4:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 73 বার

মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সিনিয়র স্টাফ রিপোর্টার চট্টগ্রাম : ১১জাুনয়ারী, চট্টগ্রাম (বিনোদন) শিল্প চর্চা কেন্দ্র ও আত্ন উন্নয়নমূলক সংগঠন পূর্বা’র উদ্যোগে ও প্রকৌশলী তীর্থাংকর বড়ুয়ার সহযোগিতায় হস্তশিল্পের নানান বিষয় নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা রাউজান আর্যমৈত্রেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় কর্মশালার কথামালা পর্বে অতিথি ছিলেন আর্যমৈত্রেয় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মৃদুল বড়ুয়া মাদল, জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের সদস্য সঞ্চিতা বড়ুয়া, প্রকৌশলী তীর্থাংকর বড়ুয়া, তরুণ বড়ুয়া, সুহাস বড়ুয়া, ত্রিদীব বড়ুয়া, পিডিলাইট কর্মকর্তা মোশাররফ হোসেন।

এসময় বক্তারা বলেন, প্রতিভাবান বিশাল যুব সমাজকে শুধুমাত্র চাকরিমুখী না করে উদ্যোক্তায় পরিনত করতে পারলেই দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হবে। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যুব পুরুষদের পাশাপাশি আটষট্টি হাজার গ্রামে ছড়িয়ে থাকা আমাদের যুব নারীদেরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করা সম্ভব।