নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে তিন মাসের জেল
নড়াইল জেলা প্রতিনিধিঃ স্মার্ট কার্ড (জাতীয় পরিচায়পত্র) বিতরণ কেন্দ্র ডাচ বাংলা ব্যাংকিংয়ের নামে জমা নেওয়া টাকা কেড়ে নেবার অপরাধে মিঠু মিয়া (৪৮) নামে এক ইউপি সদস্যকে তিন মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক কালিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো.জহুরুল হক।
রোববার রাত ৯টার দিকে তাকে এই দন্ডাদেশ দিয়ে আজ সোমবার নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। মিঠু মিয়া কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। পুলিশ জানায়,রোববার কালিয়া উপজেলার বাঐসোনা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বাঐসোনা ইউনিয়নের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ করা হয়। জাতীয় পরিচয়পত্রের মুলকপি হারিয়ে ফেলা নাগরিকদের কাছ থেকে সরকার নির্ধারিত ফিসের নগদ ২১ হাজার টাকা আদায় করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে ওই ইউপি সদস্য ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের নামে ফিসের টাকা আদায়কারি অমিত সরকারের কাছ থেকে ২১ হাজার টাকা কেড়ে নেন।
বিষয়টি জানতে পেরে নড়াগাতি থানার পুলিশ মিঠু মিয়াকে আটক করে। রাত সাড়ে ৮টার দিকে সহকারি কমিশনার (ভূমি) মো.জহুরুল হক ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম জেল দেন।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোখসানা বেগম বলেন, মিঠু মিয়াকে নড়াইল জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।