পৌরসভা নির্বাচন : দুই প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ঘ, ধাওয়া পাল্টা ধাওয়া গাড়িতে আগুন
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংর্ঘষে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭ নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় বিভিন্ন ভাবে এ সংঘর্ষ চলে। এতে আহত হয়েছেন ৮ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জানান, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন ও রুহুল আমিনের সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। এ ঘটনায় নির্বাচন কর্মকর্তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও তারাব পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যারা এ অপ্রতিকর ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।