ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

যশোর চৌগাছায় প্রবাসীর স্ত্রীকে রক্তাক্ত করলেন ইউপি মেম্বার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 13, 2021 - 11:55 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 152 বার

সোহেল রানা, যশোর প্রতিনিধি : যশোর চৌগাছায় আলী আহমেদ (৪৫) নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে (৩৪) কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গিয়েছে।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দা দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম একইসাথে তার বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গয়না ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অবশ্য, ইউপি সদস্য বলছেন, ওই নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক; টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার মতো পরিস্থিতি না।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই সন্তানের জননী ওই নারী চৌগাছা তানায় অভিযোগ দিয়েছে।

অভিযুক্ত আলী আহাম্মেদ চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের ইউপি সদস্য, তার বাবার নাম আব্দুল হাকিমের ছেলে।

আলী আহমেদ সাংবাদিকদের বলেন, তার সাথে আমার প্রেমের সম্পর্ক। তার অনৈতিক কাজে রেগে গিয়ে ঘুষি মারলে আংটিতে লেগে কেটে গেছে।

গত সোমবার রাত ৯টার দিকে ঘটনা ঘটে। প্রথমে মারধরের পর গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে মঙ্গলবার চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন ওই নারী।

লিখিত অভিযোগে বলা হয়েছে, আলী আহমেদ তার প্রতিবেশী। ৩ বছর আগে তার স্বামী মালয়েশিয়া যান। তারপর থেকে আলী আহমেদ বিভিন্নভাবে তাকে কুপ্রস্তাব দিতেন। রাজি না হওয়ায় মেম্বার ক্ষিপ্ত হয় এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি গণ্যমান্যদের অবহিত করলে তারা স্থানীয়ভাবে মীমাংসা করেন। এরপরও সংশোধন না হয়ে তার সংসার ভেঙে দেয়ার হুমকি দিয়ে আসছিল।

এর জের ধরে গত সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে আলী আহমেদ ২-৩ জন সঙ্গীসহ তার বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে দা দিয়ে তার মাথায় আঘাত করে। আঘাতটি তার বাম চোয়ালে লেগে কেটে যায়। ওই সময় অন্যরা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এছাড়া তার ঘরে থাকা নগদ এক লাখ ৩০ হাজার টাকা, ৮ আনা ওজনের সোনার চেইন, ৮ আনা ওজনের একজোড়া কানের দুল, ৪ আনা ওজনের সোনার আংটি নিয়ে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

তিনি সাংবাদিকদের বলেছেন, রাতে প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন। আজ সকালে চৌগাছা হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত ইউপি মেম্বার আলী আহমেদ বলেন, ‘ওই নারীর সাথে আমার প্রেমের সম্পর্ক। বাড়িতে গিয়ে তাকে একটি অনৈতিক কাজ করতে দেখতে পেয়ে রেগে তাকে একটি ঘুষি মারি। এতে আমার আংটিতে লেগে তার মুখ কেটে যায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘তার স্বামী-সন্তান আছে, আমারও স্ত্রী-সন্তান আছে। তারপরও আমাদের প্রেমের সম্পর্ক রয়েছে। তার বাড়ি চুরি করতে যাইনি যে টাকা, সোনার গহনা নেব।

চৌগাছা থানার( ওসি) রিফাত খান রাজীব বলেছেন, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।