সাপাহারে মন্ডল চেয়ার হাউসের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সোহেল চৌধুরী রানা, সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মন্ডল চেয়ার হাউসের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার করলডাঙ্গা পাড়ায় মন্ডল প্রায় দেড় শতাধিক গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন মন্ডল চেয়ার হাউসের চেয়ারম্যান মজিবর রহমান মন্ডল।
এসময় পল্লী বিদ্যুতের চেয়ারম্যান আবু তাহের, করলডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার ব্যাবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এ বি এম রায়হান, মির্জাপুর জামালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরে আলম খাজা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।