ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৫ - ৭:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 13, 2021 - 3:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 149 বার

মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাট আঁখিরাকুড়িতে ৫৮ জন শহীদের স্মৃতিতে ৬৮ লাখ টাকার স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় বারাইহাট আখিঁরাকুড়ি বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

পরে তিনি বারাইহাট বাজারে আয়োজিত সুধি সমাবেশে আলাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোজাফফর হোসেন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী রাহানুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,পৌর আওয়ামী লীগের সভাপতি মঞ্জু রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন প্রমুখ। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জীন এক্স পার্ট মেশিন উদ্বোধন করেন।

Proudly Designed by: Softs Cloud