ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কিশোরগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 13, 2021 - 5:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

মোঃ লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি: পুলিশি সেবা বিরামহীনভাবে জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে নীলফামারী কিশোরগঞ্জ থানা পুলিশের ওপেন হাউজ ডে ২০২১পালিত হয়েছে। বুধবার সকালে থানা পরিষদ চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় । কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি জাকির হোসেন বাবুল, সদর ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম আনিস, সাবেক চেয়ারম্যান এটিএম আনিছুর রহমান আনু।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-পরিদর্শক (এসআই) আক্কেল আলী, রেজাউল ইসলাম ও থানা পুলিশ সদস্য বৃন্দ সহ স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সভায় ওসি আবদুল আউয়াল, কিশোরগঞ্জ থানাকে মডেল থানা হিসেবে গড়ে তুলতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহসহ আইনশৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা তৈরি ও জবাবদিহি নিশ্চিত করতে পুলিশের ভূমিকা শীর্ষক নানা দিক তুলে ধরেন।