ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৮:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মনোহারি বিক্রি করে পেট চালান ভুট্টু মিয়া

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 14, 2021 - 2:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

আরিফুল ইসলাম জয়, স্টাফ রিপোর্টার : কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে স্ত্রী সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পথে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন মনোহারি বিক্রেতা। ঠিক যেন যাযাবর এর মতোই বিভিন্ন প্রান্তে দুমুঠো খাবারের জন্য লড়াই সংগ্রাম করে দিন কাটাচ্ছেন।

মনোহারি বিক্রেতা ভুট্রু মিয়া দৈনিক নবোদয় কে বলেন তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার কালমাটি ইউনিয়নের হরিণচোরা গ্রামে। সে মৃত বেলাল উদ্দিনের ছেলে। তার এক ছেলে দুই মেয়ে। বড় মেয়েকে তার শেষ আশ্রয় ভিটামাটি বিক্রি করে বিয়ে দিয়েছেন। কোন রকমেই স্ত্রী ও ছোট মেয়েসহ অতি কষ্ঠে জীবন যাপন করছেন ভুট্রু মিয়া।

অভাবের কারনে ছোট মেয়ে ৫ম শ্রেনী পর্যন্ত পড়াশুনা করেছেন। বিয়ের বয়স হয়েছে। বিয়ে দিতে পারছে না। জীবীকার তাগিতে বৃদ্ধ বয়সে দেশের বিভিন্ন জেলা উপজেলার গ্রাম গঞ্জে পাঁয়ে হেটে ঘাড়ে নিয়ে মনোহরি ফেরি করে বিক্রি করেন। যেসব মনোহরি বিক্রি করেন, বৈশাখী বেন (দাম ১টাকা), টিপের পাতা (দাম ২টাকা), বিভিন্ন ধরনের শিশুদের খেলনা(দাম ১০ টাকা), ছোটদের হাড়িপাতিল (দাম ২০টাকা) সহ বিভিন্ন ধরনের মনোহরি পণ্য।

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের বারান্দায় ভুট্রু মিয়া গত ১১দিন ধরে বসবাস করছেন। ভুট্রু মিয়া প্রতিদিন তীব্র শীতে একটা পুরাতন কম্বল গায়ে দিয়ে কোন রকমেই রাত কাটান। শীতের সকালে বালারহাট বাজারে ২টা পরাটা খেয়ে পায়ে হেটে গ্রামে গঞ্জে মনোহারি বিক্রি করতে বেড়িয়ে পড়েন। সারাদিন গ্রাম গঞ্জে ঘুরে ২৫০ -৩০০ টাকা বিক্রি করেন। স্ত্রীর মুখে হাসি ও মেয়ে জামাইসহ নাতি নাতনির আবদার পুরন করতে বৃদ্ধ বয়সে দেশের বিভিন্ন জেলা উপজেলায় লড়াই সংগ্রাম করে দিনের পর দিন পার করছেন।