ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

লালমনিরহাটে প্রাথমিকের ছাত্রীকে ‘ধর্ষণ’: যুবক গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 14, 2021 - 12:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার

লালমনিরহাট প্রতিনিধ : লালমনিরহাটে এক দিনমজুর দম্পতির পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার রেজোয়ান আহমেদ (২৮) পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাধানাথ গ্রামের নুর হোসেনের ছেলে।

পাটগ্রাম থানা ওসি সুমন কুমার মহন্ত বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার রাধানাথ গ্রামে এ ধর্ষণের ঘটনার অভিযোগ এনে সোমবার দুপুরে ওই কিশোরীর মা মামলার করেন। রাতে রেজোয়ানকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, কিশোরী ওই মেয়েটির বাবা দিনমুজুরের কাজের জন্য কয়েকদিন আগে ফেনী যান। তার স্ত্রীও দিনমজুরের কাজ করেন।

ঘটনার দিন সকালে মেয়েকে বাড়িতে রেখে কাজে যান তার মা। এ সুযোগে প্রতিবেশী রেজোয়ান ওই বাড়িতে এসে কিশোরীকে ধর্ষণ করেন।

বাড়িতে ফেরার পর মেয়ের কাছে ঘটনা শুনে ওইদিনই এলাকার গণ্যমান্য ব্যক্তিকে কাছে বিচার দাবি করেন তিনি ।তবে তাতে কাজ হয়নি।

স্থানীয় এক ব্যক্তির পরামর্শে তিনি সোমবার দুপুরে থানায় গিয়ে বাদী হয়ে ধর্ষণ মামলা করেন।